কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকার হর্টিকালচার উইংয়ের পরিচালক কৃষিবিদ মিজানুর রহমান গত ২৪/১২/২০১৭ ইং তারিখ রাঙ্গামাটি পার্বত্য জেলার কৃষি বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিদর্শণ করেন। এ উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের সভাকক্ষে বিভাগীয় কর্মকর্তাদের সহিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডিএই, রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ প্রনব ভট্টাচার্য্যরে সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএই, হর্টিকালচার উইংয়ের পরিচালক কৃষিবিদ মিজানুর রহমান। অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ তপন কুমার পাল এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মিজানুর রহমান বলেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চল দেশের মোট আয়তনের প্রায় একদশমাংশ। এখানে আধুনিক কৃষি প্রযুক্তি বিশেষকরে বানিজ্যিক সম্ভাবনাময় বিভিন্ন ফল বাগান স্থাপনের বিপুল সম্ভাবনা রয়েছে। বর্তমান কৃষি বান্ধব সরকার এ বিষয়ে নানামূখী পদক্ষেপ গ্রহণ করায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের সম্প্রসারণ কর্মীদের নিরলস প্রচেষ্টায় এ এলাকায় ফল চাষে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। তিনি কৃষকদের কাছে এলাকার উপযোগী ফলের সঠিক জাত প্রাপ্তি নিশ্চিতকরণের স্বার্থে হর্টিকালচার সেন্টার সমূহের কার্যক্রম আরো বেগবান ও মাতৃগাছের পরিচর্যার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া তিনি কৃষি সম্প্রসারণ সেবার মান উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশণা প্রদান করেন। সভাপতির বক্তব্যে কৃষিবিদ প্রনব ভট্টাচার্য্য বলেন পার্বত্য এলাকায় প্রয়োজনীয় জনবলের ঘাটতি, দূর্গম যাতায়াত ব্যবস্থাসহ বিভিন্ন প্রতিকুলতা সত্বেও সার্বিক কৃষি উন্নয়নে ডিএইর মাঠ পর্যায়ের সম্প্রসারণ কর্মীগন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই এলাকায় ফল জাতীয় ফসল চাষে বিপ্লব ঘটানোর উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রত্যেক উপসহকারী কৃষি অফিসারকে নতুন ফল বাগান সৃজন এবং পরিচর্যার লক্ষমাত্রা প্রদান করা হয়েছে। সভায় কৃষি সম্প্রসাণ অধিদপ্তরের অঞ্চল ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, হর্টিকালচার সেন্টার, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, কৃষি তথ্য সার্ভিস এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া পরিচালক মহোদয় হর্টিকালচার সেন্টার, বনরুপা, রাঙ্গামাটি এর আয়োজনে বছরব্যপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের সাথে মতবিনিময় করেন ও খাটো জাতের নারিকেলের চারা বিতরণ করেন।